নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

নজরুল বিশ্ববিদ্যালয়ে দোতলা বাসের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে একটি বিআরটিসি ডাবল ডেকার (দোতলা) বাস প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বাসটি চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন।

শনিবার সকাল ১১টায় বাসটি উদ্বোধন করা হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বাসটি পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারের প্রতি উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. হাফিজুর রহমান, পরিচালক (অর্থহিসাব) মো. সোহেল রানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পরিবহন প্রশাসক মাসুদ রানা প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নজরুল বিশ্ববিদ্যালয়,দোতলা বাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close