মেহেদী জামান লিজন

  ১৬ আগস্ট, ২০১৮

ঈদের ছুটির আমেজে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির আমেজ শুরু হয়েছে। ১৯ আগস্ট থেকে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ ১৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, ইদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটি ৩০ আগস্ট পর্যন্ত থাকলেও সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমীর ছুটি শেষে আগামী ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ পুনরায় চালু হবে।

এদিকে ১৭ ও ১৮ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেসে থাকা শিক্ষার্থীরা নাড়ীর টানে ক্যাম্পাস ছাড়ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার প্রধান জানান, ছুটিতে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ক্যাম্পাসে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়,ঈদের ছুটি,ত্রিশাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close