গাজীপুর প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়

২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির কার্যক্রম ও ক্লাস শুরুর ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মানের ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তারিখ অনুযায়ী ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাশ শুরু ১১ অক্টোবর এবং স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ক্লাস ১৫ অক্টোবর শুরু হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় ওই তারিখ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ^বিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ এক সভা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদন ১ সেপ্টেম্বর ২০১৮ শুরু হয়ে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু ১১ অক্টোবর এবং স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ক্লাস ১৫ অক্টোবর শুরু হবে।

একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এছাড়া এ মাসের শেষ সপ্তাহে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ প্রকাশ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন— প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি,প্রথমবর্ষ স্নাতকের ভর্তি,স্নাতক ভর্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close