জাবি প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

সাংবাদিকদের ওপর হামলায় জাবিসাসের নিন্দা

সম্প্রতি দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

আজ মঙ্গলবার জাবি সাংবাদিক সমিতির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক নিলয় মামুন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকার সায়েন্সল্যাব, ঝিগাতলা ও ধানমন্ডি এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় অন্তত ৩০-৩৫ জন সংবাদকর্মী আহত হয়েছেন। হামলার সময় সাংবাদিকদের ক্যামরো ও মুঠোফোন ভেঙ্গে ফেলা হয়।

এ ছাড়া মেমোরি কার্ডে সংরক্ষিত ছবি ও ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয়। সাংবাদিক পরিচয় প্রদানের পরেও এ ধরনের হামলা দেশে স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। এসব ঘটনা সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে কাজের পরিবেশকে বিনষ্ট করছে। তাই সকল পক্ষকে সাংবাদিকদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, তথ্যের অবাধ প্রবাহ ও প্রকৃত ঘটনা উন্মোচনে সহায়তা করতে আহ্বান জানাই।’

বিবৃতিতে সংবাদমাধ্যম কর্মীদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবিসাস,জাবি,সাংবাদিকদের ওপর হামলা,নিন্দা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close