জাককানইবি প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৮

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

যৌন নিপীড়ক শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন ও কুরুচিপূর্ণ মন্তব্যর অভিযোগে সাময়িক বরখাস্ত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক রুহুল আমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে উক্ত বিভাগের ক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ। আজ ২৪ জুলাই মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বহিষ্কৃত নাট্যকলা শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা নির্ধারিত ১৫ কার্যদিবসের ভিতরেই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের দাবি জানান। এ সময় সাধারন শিক্ষার্থীদের মধ্যে নাট্যকলা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী মাহফুজ অর্নব বলেন, ‘এরকম নোংড়া চিন্তাধারার শিক্ষক যেন কোনভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারে এজন্য সবাইকে সোচ্চার হতে হবে।’

বিভাগের আরেক নারী শিক্ষার্থী তার ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করে বলেন, ‘স্যার আমাকে রাস্তা দিয়ে যাবার সময় চায়ের দোকানে বসাতো, এমনকি সে আমার নাকের ঘাম মুছে দিতে আসে।সে কিভাবে পারে এটা করতে! সে কি আমার ঘাম মুছার জন্য আছে নাকি শিক্ষা দেবার জন্য আছে! সে এটা করার রাইট রাখে না। আমি কতোটা চিকন কতোটা মোটা একথা বলতে আসছে। আমি কিভাবে সন্তান প্রসব করবো এটা নিয়ে তার এতো মাথাব্যথা কিসের!এসব বলার রুচি রাখে সে কিভাবে!

সাজ্জাদ নামের ক্ষুব্ধ আরেক শিক্ষার্থী বিভাগের দুই শিক্ষার্থীর নাম উল্লেখ করে বলেন, ‘রুহুল আমিনের দুই চাটুকচর শিক্ষার্থী সৃজন ও কায়সারকে নাট্যকলা বিভাগ থেকে অবাঞ্চিত ঘোষণা করছি আমরা শিক্ষার্থীরা।

মানববন্ধনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ প্রক্টরিয়াল বডির সদস্য,সহকারী প্রক্টর নজরুল ইসলাম,আল জাবির,সঞ্জয় কুমার মুখার্জি,প্রনব কুমার মন্ডল,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়,শিক্ষক বহিষ্কার,যৌন নিপীড়ক শিক্ষক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist