জাবি প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৮

জাবিতে প্রশাসনিক ভবন অবরোধে শিক্ষকরা, ক্ষুব্ধ উপাচার্য

কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই ‘বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদান’ সহ কয়েকটি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধ করে উপাচার্যবিরোধী বলে পরিচিত শিক্ষকদের একাংশ।

আজ মঙ্গলবার সকাল ৮ টার থেকে ৪টা পর্যন্ত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে এই অবরোধ কর্মসূচি চলে। অবরোধ চলাকালে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে উপাচার্যসহ প্রশাসনিক ভবনে অবস্থিত বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারিদের কেউই প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেন নি।

অবরোধকারী শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হল— ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন ও জাকসু নির্বাচন’।

এদিকে ঘোষণা ছাড়াই এভাবে প্রশাসনিক ভবন অবরোধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি প্রতিদিনের সংবাদকে বলেন, ‘কোন ধরণের নোটিশ না দিয়ে এ ধরণের আচরণ (অবরোধ) হঠকারী আচরণ। আজকে ৪টা সিলেকশন বোর্ড ছিল। বাহিরের অনেকের সাথে মিটিং ছিল। আমাদেরকে এসব বাদ দিতে হয়েছে। এটা শৃঙ্খলা বিরোধী এবং অগ্রহণযোগ্য। আমরা এটাকে সেভাবেই দেখবো।’

এ বিষয়ে শিক্ষক সংগঠটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (তারেক রেজা) বলেন, আমরা গত রোববার ভিসি ম্যাডামের সাথে আমাদের কর্মসূচীর বিষয়ে জানাতে গিয়েছিলাম। তবে তিনি দেখা না করায় আমরা তার পিএসকে জানিয়েছি। পরে আমাদের সংগঠনের সভাপতি ভিসি ম্যাডামকে কর্মসূচির বিষয়ে জানিয়েছেন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,অবরোধ,প্রশাসনিক ভবন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist