জাবি প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৮

জাবিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সড়ক বাতির দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ক্যাম্পাসের বিভিন্ন সড়কে পর্যাপ্ত লাইটিংয়ের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার বেলা ১১টার দিকে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক ও শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের নেতৃত্বে প্রগতিশীল ছাত্রজোটের একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে দেখা করে এসব দাবি জানায়। এ সময় তারা উপাচার্যকে একটি স্মারকলিপি দেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাদেরকে বলেন, বিষয় দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তবে ক্যাম্পাসে লাইটিংয়ের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,বিদ্যুৎ,সড়ক বাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist