reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৮

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার, জিপিএ-৫ কমেছে

চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী। গতবার এই বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৩৩ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী। এবার কারিগরি বোর্ডের অধীনে মোট ১ লাখ ১৭ হাজার ৭৫৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।

এবার সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২৭ জন। কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ১৭ হাজার ৭৫৪ পরীক্ষার্থী ছিল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কারিগরি শিক্ষা বোর্ড,পাসের হার,জিপিএ ৫
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist