জবি প্রতিনিধি

  ১৮ জুলাই, ২০১৮

‘প্রযুক্তির যথাযথ ব্যবহারই পারে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে’

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে ইকোনোমিকস স্টাডি ক্লাব কতৃক বজলুর রহমান মিলনায়তনে ডিজিটাল ইকোনোমি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক তারেক মোহাম্মদ শামসুল আরেফিন।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি মূলত মেশিন ও প্রোগ্রামিং নির্ভর হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক কারিকুলাম, শিক্ষা ও টেকনোলজিতে বাংলাদেশ অনুন্নত কিংবা পিছিয়ে থাকার কারণে রেমিটেন্সগুলো বিদেশে চলে যাচ্ছে।

যেখানে উন্নত দেশগুলো স্যাটেলাইট ব্যবহার করে বিভিন্ন বৈদেশিক তথ্য সংগ্রহ করে তাদের পলিসি গুলো নিচ্ছে। যেখানে আমরা শুধুমাত্র মুক্ত বাজার অর্থনীতি নিয়ে পড়ে আছি সেখানে উন্নত দেশগুলো আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি সেই বিষয়টি উপেক্ষা করে নতুন ট্রেন্ডে চলে যাচ্ছে।

ইনফরমেশন বাউন্ডারি না থাকায় বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, ফলে আগের আইনগুলো আর ঠিক থাকছেনা, দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাই আমাদের সরকারকে এই বিষয়টিকে মাথায় নিয়ে আঞ্চলিক চুক্তির দিকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবিষয়ে বিনিয়োগ বাড়াতে হবে।

এসময় প্রফেসর ড. আইনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল ইকোনমিতে প্রবেশ করবে কিন্তু এই বিষয়ে আমাদের দক্ষ জনশক্তি তৈরি না হওয়ায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি যা আমাদের অর্থনীতির জন্যও হুমকিস্বরুপ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক হাবিব রহমান, সোমা ভট্টাচার্য, মাহমুদ হাসান শাহ, প্রভাষক রবিউল করিম ও কোহিনুর আক্তার সহ বিভাগের শিক্ষার্থীগণ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রুযুক্তি,অর্থনৈতিক,বিপ্লব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist