জবি প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০১৮

জবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

জানা যায়, শনিবার আনুমানিক রাত ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সংলগ্ন শাঁখারীবাজার সড়কের প্রবেশমুখে বহিরাগত কিছু ছেলে মদ্যপ অবস্থায় জোরে হর্ন বাজিয়ে বাইকে করে শোডাউন দিচ্ছিলো। একসময় তারা এসে একটি বাইকের পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা তৌফিক, কামরুল ও মারুফ প্রতিবাদ করে। কিছুক্ষণ পর বহিরাগতরা আরো দলবল নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে করে তৌফিক, কামরুল ও মারুফ নামের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তিন শিক্ষার্থী মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে জবি প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে ফোনে পাওয়া যায়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জবি,বহিরাগতদের হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist