শাবিপ্রবি প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৮

চবি ও জবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। সোমবার শাবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, রবিবার জবিতে অন্য একটি ছাত্রসংগঠনের মিছিলের সংবাদ সংগ্রহের সময় জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সামি সরকার, সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, ইত্তেফাকের সংবাদদাতা আহসান জোবায়ের ও ডেইলি সান এর সাংবাদিক কবির হোসেন শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হন। অন্যদিকে একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পেশাগত দ্বায়িত্ব পালনকালে জাগো নিউজের ক্যাম্পাস প্রতিবেদক আব্দুল্লাহ রাকিবকে শারীরিকভাবে লাঞ্ছনা করে এক ছাত্রলীগ কর্মী এবং তাকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে আরেক ছাত্রলীগ নেতা।

তারা আরো বলেন, এ ধরনের জঘন্য হামলা ও লাঞ্ছনার শিকার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রশাসনের এমন আচরণ অত্যন্ত দু:খজনক। আমরা আশা করবো প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যব গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এছাড়া সাংবাদিক লাঞ্ছনার সাথে জড়িতদের আজীবন বহিস্কার করে বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আগাছামুক্ত করতে শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহ্বান জানান তারা।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংবাদিক লাঞ্ছনা,শাবি প্রেসক্লাব,নিন্দা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist