জাবি প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৮

তিন দফা দাবিতে জাবিতে ছাত্রীদের বিক্ষোভ মিছিল

কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিকেল পৌনে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে মিছিলটি প্রীতিলতা হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রীতিলতা হলের সামনে এসে শেষ হয়।

মিছিলে ‘অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি চাই, দিতে হবে’, ‘আমাদের ক্যাম্পাসে আমরাই থাকবো’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ এ ধরণের স্লোগান দেন শিক্ষার্থীরা। মিছিল শেষে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার সাথী সাংবাদিকদের বলেন, আটককৃত ভাইদের অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর কোটা সংস্কার আন্দোলনে হামলা অপ্রত্যাশিত। হামলাকারীদের অবশ্যই বিচার করতে হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিক্ষোভ মিছিল,জাবিতে ছাত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist