মুন্নি আক্তার, গণ বিশ্ববিদ্যালয়

  ০৪ জুলাই, ২০১৮

গণ বিশ্ববিদ্যালয়ে প্রিয়াংকার হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের ১৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রিয়াংকা পাল (২৫) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ঘোড়াপির মাজার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইলে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, মানববন্ধন থেকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবিলম্বে প্রিয়াংকা পাল হত্যাকাণ্ডের মূল আসামি ধামরাইয়ে মতিপাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকার সুশীল পালের ছেলে প্রেমিক তন্ময় পালকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানায় সরকারের কাছে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে খুনি তন্ময় পালকে গ্রেফতার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় মানববন্ধনে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. আমজাদ হোসেন, গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ঘটনার পর থেকেই তন্ময় পাল পলাতক। আমরা তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জানা যায়, রোববার দুপুরে প্রিয়াংকা পাল গলায় ফাঁস দিয়ে নিজ কর্মস্থলে আত্মহত্যা করেন। নিজের প্রেমিক তন্ময়ের পরিবারের সদস্যদের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে প্রিয়াংকা লিখেন, আমার আত্মহত্যার জন্য এরা দায়ী। এছাড়াও মৃত্যুর আগে একটি চিরকুটে নিজের প্রেমিক তন্ময় পালের ঠিকানা লিখে রেখে গেছেন প্রিয়াংকা পাল।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণ বিশ্ববিদ্যালয়,প্রিয়াংকা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist