জাবি প্রতিনিধি

  ১৫ মে, ২০১৮

জাবিতে ৪৩ ব্যাচের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত

‘আয় বলি এক সুরে, তেতাল্লিশ মন জুড়ে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৪৩তম ব্যাচের চতুর্থ বর্ষপূর্তি উৎসব। সোমবার রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে ৪৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আভাস ব্যান্ডের কনসার্টের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরাজান ইসলাম। এ সময় উপাচার্য দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে আত্ননিয়োগ করার আহ্বান জানান।

উপাচার্যের উদ্বোধনের পরে ৪৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর ওইদিন দুপুরে ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সবশেষে রাতে গ্রান্ড ডিনার ও ডিজে পার্টির মাধ্যমে প্রথম দিনের মত অনুষ্ঠান শেষ হয়। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৪৩ ব্যাচ,জাবি,বর্ষপূর্তি,অনুষ্ঠিত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist