জাবি প্রতিনিধি

  ০৮ মে, ২০১৮

জাবিতে বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত সংগঠনটির শুভারম্ভ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

কমিটির পদপ্রাপ্তরা হলেন আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ফরহাদ হোসেন, অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক মুহম্মদ হানিফ আলী ও সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ।

এছাড়া সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক ফরহাদ হোসেন ও অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

এর আগে বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শুভারম্ভ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশে মাহমান্য রাষ্ট্রপতি আমাকে নিয়োগ দিয়েছেন। যারা বিভ্রান্ত করেন, তাদেরকে এর ঐতিহাসিক দায় নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,জাবি শিক্ষক সমিতি,বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ,কমিটি গঠন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist