শাবিপ্রবি প্রতিনিধি

  ০৭ মে, ২০১৮

জাফর ইকবালের সাথে দেখা করতে এসে বহিরাগত শিক্ষার্থী আটক

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সাথে দেখা করতে আসা এক সন্দেহভাজন বহিরাগত শিক্ষার্থীকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে তাকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। আটককৃত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটককৃত রাকিব সোমবার দুপুরে ড. জাফর ইকবালের সাথে দেখা করে তাঁর দোয়া নিতে আসে। এক পর্যায়ে যোহরের আযান পড়লে সে জাফর ইকবালকে নামাজের কথা বলে, এতে তাঁর সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে রাকিব আইআইসিটি ভবনে স্যারের সাথে কথা বলার সময় সন্দেহভাজন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। সে কি উদ্দেশ্য নিয়ে স্যারের কাছে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

গত ৩ রা মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইইই বিভাগের একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালায় ফয়জুল হাসান নামের এক যুবক।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাফর ইকবাল,শিক্ষার্থী,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist