শাবিপ্রবি প্রতিনিধি

  ০৭ মে, ২০১৮

শাবিপ্রবিতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উন্মুক্ত দাবা, ক্যারম ও টেবিল-টেনিস প্রতিযোগিতা-২০১৮ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয় খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে। আগামী আগস্ট ২০১৮-তে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ক্যারম বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এই বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্রী। প্রতি বছর নিয়মিতভাবে এই আয়োজন দক্ষ খেলোয়ার তৈরীতে ভূমিকা রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

আরো উপস্থিত ছিলেন-খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহীর উদ্দিন আহমদ এবং শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া।

উল্লেখ্য, তিনটি ইভেন্টে ১৫৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ৯ মে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উদ্বোধন,ক্রীড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist