জবি প্রতিনিধি

  ০৭ মে, ২০১৮

প্রকাশনা জালিয়াতির বিচারের দাবিতে জবিতে শিক্ষক সমাবেশ

প্রকাশনা জালিয়াতির বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশের দাবীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাধারণ শিক্ষকবৃন্দ আয়োজিত সমাবেশ সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।সমাবেশের শুরুতে শিক্ষকরা শহীদ মিনার থেকে র‌্যালি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বক্তারা প্রকাশনা জালিয়াতি এবং যৌন হয়রানির শাস্তি দাবী করে বক্তৃতা দেয়।

আইন অনুষদের ডিন এবং চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন,‘প্রাগৈতিহাসিক যুগে মানুষ প্রতিকার পেত না বলে আইন নিজের হাতে তুলে নিত। কিন্তু যখন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে তখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন আদালত তৈরি হয়েছে। বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে। কেউ যদি মনে করেন আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে তাহলে কোর্টে যান, কোর্টে যাওয়ার সাহস দেখান না কেন? সমাধানের পথে না গিয়ে শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্থ করবেন না। কেন আইনের পথে না গিয়ে নৈরাজ্যের পথে যাচ্ছেন?’

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাকারিয়া মিয়া বলেন, ‘গুটিকয়েক বামপন্থী ছাত্রসংগঠন গুলোর হয়ত একাডেমীক কার্যক্রম ভাল লাগেনা। তাই তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে। ছাত্রদের ভুল পথে পরিচালনাকারী শিক্ষকদেরও বিচার চাই।’ এছাড়াও সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ছাত্রী লাঞ্ছনাকারী শিক্ষকদেরও যথোপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক সমাবেশ,জবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist