জবি প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০১৮

জবির ইংরেজী বিভাগ : খাতা আছে পরীক্ষার্থী নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজীর বিভাগের শিক্ষকরা পরীক্ষা হলে পরীক্ষা নিতে আসলেও আসেনি শিক্ষার্থীরা।জানা যায়, প্রকাশনা জালিয়াতির অভিযোগে ইংরেজীর বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ও স্বপদে বহালের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসলেও পরীক্ষা হলে আসেনাই কোন শিক্ষার্থী।পরীক্ষা হলে শুধু খাতা ছাড়া আর কিছুই দেখা যায়নি।জবি শিক্ষার্থী ফয়সাল আহমেদ পলাশ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার জন্য বসে আছে শিক্ষকরা। পরীক্ষা হলে শিক্ষার্থীরা নেই, হলে আছে শুধু খাতা।পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা নাসির স্যারকে ছাড়া ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবে না। সেটা শিক্ষকরা এখন বোঝার বাকি নাই।’

নাসির উদ্দিন আহমদকে তার স্বপদে বহাল রাখার দাবিতে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ৩১ হাজার সদস্য সম্বলিত ফেসবুকের একটি গ্রুপ। ‘স্ট্যান্ড ফর নাসির স্যার-এই যুগের শামসুজ্জোহা’ নাম গ্রুপটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।উল্লেখ্য, প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত কওে জবি প্রশাসন। নাট্যকলা বিভাগের শিক্ষক ড. আব্দুল হালিম প্রামানিক স¤্রাটের বিরুদ্ধে ছুটির দিনে ছাত্রীকে নিজ রুমে ডেকে যৌন হয়রানির একাধিক অভিযোগের প্রেক্ষিতে তিরস্কার এবং পরবর্তী পদোন্নতি নির্ধারিত সময়ের চেয়েও দুই বছর বিলম্বিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীক্ষার্থী,ইংরেজী বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist