ঢাবি প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০১৮

ঢাবিতে সাদা দলের শিক্ষকদের মৌন মিছিল

শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি

কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মৌন মিছিল করেছেন ঢাবির বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। সোমবার সকাল সাড়ে ১১ টায় অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই মৌন মিছিল করেন। মৌন মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কলাভবন প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। মিছিল শেষে অপরাজেয় বাংলায় সমাবেশ করেন তারা। সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।

ড. আখতার হোসেন সমাবেশে বলেন, ৮ তারিখে যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের উপর পুলিশ জলকামান, টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে । শিক্ষার্থীদের উস্কিয়ে দেয়া হয়েছে। পরে উপাচার্যের বাড়িতে হামলা করা হলো। এরপর বিভিন্ন হলে নির্যাতন শুরু হলো, বিশেষ করে মেয়েদের হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন হলে হলে ' গেস্টরুম কালচার ' প্রকট হয়ে উঠছে। আমরা হল প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাবলিতে তিনি উদ্বেগ প্রকাশ করে লিখিত বক্তব্যে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ এবং বহিরাগতদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উপাচার্য ভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর সব ধরণের নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, বিশেষ করে হল প্রশাসনের কাছে, ষিক্ষার্থীবান্ধব, দায়িত্বশীল ও মানবিক আচরণ প্রত্যাশা করছি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিহংসা বর্জন করো, কারণ প্রতিহিংসা কেবল প্রতিহিংসারই জন্ম দেয়, সমস্যার সমাধান করেনা ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবিতে সাদা দল,মৌন মিছিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist