জাবি প্রতিনিধি

  ১৫ এপ্রিল, ২০১৮

জাবিতে ‘অমর একুশে’র সংস্কার কাজ সম্পন্ন

ভাষা আন্দোলনের চেতনা স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মিত অমর একুশে ভাস্কর্যের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভাস্কর্যের সংস্কার ও মূল নকশা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্নকরণ শেষে ভাস্কর্য উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, একুশ আমাদের আবেগের বিষয়। একুশের চেতনা আমরা লালন করি। একুশ আমাদের গর্বেরও বিষয়। শিল্পী চৌধুরী জাহানারা পারভীন মায়া, মমতা ও স্নেহ দিয়ে মূল নকশা অনুযায়ী ভাস্কর্যটি সম্পন্ন করেছেন। তাঁর অবদান কখনোই ভুলবার নয়।

শিল্পী চৌধুরী জাহানারা পারভীন বলেন, একুশের ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি অনেক মহিলাও জীবন দান করেছেন। ভাস্কর্যের মধ্যখানে একজন মহিলা তারই প্রতীক। মহিলা উপরের দিকে তাকিয়ে আছেন। সন্তান বা ভাই হারানোর শোক মহিলাকে দু:খিত করলেও উর্ধ্বকাশে তাঁর মুখটি সাহসের প্রতীক। ভাস্কর্যটির পাদদেশে ৬টি সিড়ি দেয়া হয়েছে। এই ৬ সিড়ি ৬ দফাসহ আমাদের স্বাধীনতা ও মুক্তি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ৬টি সালের স্মারক। ভাস্কর্যটির পাশে পলাশ ফুলের গাছ লাগানো হয়েছে। বাংলার ঋতু বৈচিত্রে পলাশ ফুল ফুটার সময় একুশ আসে। পলাশ গাছটি তারই নিদর্শন।’

রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চলনায় অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২০ ফেব্রুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ ভাস্কর্যটি উদ্বোধন করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অমর একুশে,সংস্কার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist