জাবি প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৮

জাবিতে পহেলা বৈশাখে নানা আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘মুক্ত চিন্তার বিকাশ হোক’ স্লোগানে শনিবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি পুরাতন কলা ভবনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পূর্বে উপাচার্য নিজ বাসভবনে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিকেলে সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র কল্যাণ ও পরামর্শ কেন্দ্র এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন অনুষদ ও বিভাগ নিজ নিজ উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। তবে এদিন ক্যাম্পাসে যান বাহন প্রবেশ ও চলাচলে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা দিয়েছে শোভাযাত্রায় মুখোশ পরা ও রং ছিটানোর উপর।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,আয়োজন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist