reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৮

কোনো নিরীহ শিক্ষার্থীকে হয়রানি করা হবে না : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ৪ মামলায় কোনো নিরীহ শিক্ষার্থীকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা আসলেই বাসভবনে হামলার সঙ্গে জড়িত তাদের শাস্তি পেতেই হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেছি। তদন্ত কমিটি গঠন করেছি। আইন আইনের গতিতে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে। যারা জড়িত তাদের শাস্তি পেতেই হবে। কেউ রেহাই পাবে না। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আখতারুজ্জামান বলেন, ঢাবি পরিবার বিশ্বাস করে না বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে যদি সত্যিই এরকম কেউ জড়িত থাকে, তবে তা আমাদের জন্য লজ্জার। জড়িত থাকলে তাকে বা তাদেরও শাস্তি পেতে হবে। আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যদি অসলেই এ কাজের সঙ্গে জড়িত থাকে, তবে এটি গোটা জাতির জন্য লজ্জার। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, নিরীহ কোনা শিক্ষার্থীকে যেন সন্দেহের ভিত্তিতে হয়রানি করা না হয়। তদন্ত করে আসলেই যারা জড়িত কেবল তাদের শাস্তির আওতায় আনতে হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি উপাচার্য,হয়রানি করা হবে না,নিরীহ শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist