জাবি প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০১৮

জাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ প্রায় ১৫ জন আন্দোলনকারী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনকারীদের সাথে কথা বলতে যান। ভিসি বক্তব্য দেওয়া শুরু করার কিছুক্ষণের মধ্যে পেছন দিক থেকে স্লোগান দিতে দিতে এসে ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী হামলা চালায়।

এতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া তিন সাংবাদিকসহ ১৫জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী রয়েছে। আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা গ্রহণ করছেন।

হামলার পর আন্দোলনকারী ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ করেছে। এখন ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল হামলার কথা অস্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, এ ঘটনা দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ছাত্রলীগ,কোটা সংস্কার আন্দোলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist