শাবিপ্রবি প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০১৮

হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববনন্ধ, মৌন মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেসে একটি মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তরা বলেন, ‘কোটা সংস্কারের মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আরো কঠোর আন্দোলন করতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ প্রশাসন ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলা, ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এছাড়া সামনের দিনে কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে সমাবেশে ঘোষণা করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,কোটা সংস্কার আন্দোলন,প্রতিবাদ কর্মসূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist