জাবি প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০১৮

জাবিতে চলন্ত ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে সিজার সরকার নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত রসায়ন বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, গতকাল সন্ধ্যায় সিজার কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়ছিলেন। হঠাৎ মাথার উপরে একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে। এতে তার মুখমণ্ডল ফেটে যায়। উপস্থিত শিক্ষার্থীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে রেফার্ড করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ফ্যান খুলে পড়ায় সে মারাত্মক আহত হয়েছে। আমাদের মেডিকেল থেকে ২টি সেলাই দিয়ে তাকে সাভারে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় থেকে তার চিকিৎসা ব্যায় বহন করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিজার সরকার,জাবি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ফ্যান খুলে পড়ে আহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist