তহিদুল ইসলাম, জাবি প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক : জাবি শিক্ষক সমিতি

কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। সোমবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নূরুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমিতি মনে করে এই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য সমিতি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে পুলিশ অতর্কিতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জল কামান নিয়ে হামলা চালায়। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শতাধিক শিক্ষার্থী মারাত্মক আহত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই বর্বোরচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা সংস্কার,আন্দোলন,যৌক্তিক,জাবি শিক্ষক সমিতি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist