reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৮

ঢাবি-শাহবাগে যান চলাচল স্বাভাবিক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রোববার রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

রাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও সামনে রাখা যানবাহনে অগ্নিসংযোগের পর সোমবার সকালেও গোটা এলাকায় চাপা পরিস্থিতি বিরাজ করছিল। তবে আন্দোলনকারীদের হটিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকালে শাহবাগ ও ঢাবি এলাকা ঘুরে দেখা যায়, সড়কের এখানে-ওখানে এবং উপাচার্যের বাসভবনের সামনে সংঘাতের চিহ্ন ইট-পাটকেল পড়ে রয়েছে। তবে এরমধ্যেই সকাল থেকে কর্মস্থলগামী মানুষ চলছেন গন্তব্যে।

শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেখা যায় সাঁজোয়া যানও। জানা গেছে, সকালে ঢাবি ছাত্রলীগ আন্দোলনকারীদের বিপক্ষে এবং বাম সংগঠনগুলো কোটা সংস্কারের পক্ষে মিছিল করবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যান চলাচল,ঢাবি,শাহবাগ,কোটা সংস্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist