চবি প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০১৮

ছাত্রীদের আন্দোলনে চবির দুই আবাসিক শিক্ষকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল পরিচালনায় নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ছাত্রীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের দুই আবাসিক শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমান। বুধবার সকালে হলের প্রভোস্ট বরাবর তারা তাদের পদত্যাগের আবেদন পৌঁছে দেন বলে জানা যায়।

আবাসিক হলে নানা অনিয়ম,ছাত্রীদের সাথে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আবাসিক শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমানের পদত্যাগ দাবি করে রোববার হলগেটে তালা লাগিয়ে দেয় চবির দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা। এ সময় হলে অবস্থানরত প্রভোস্ট ড. আবুল কাসেম অবরুদ্ধ হয়ে পড়েন।

পরবর্তীতে সহকারী প্রক্টর লিটন মিত্রের উপস্থিতিতে সমস্যা সমাধানের আশ্বাসে রাত ৯টায় তালা খুলে দেন ছাত্রীরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৮টায় হাউস টিউটর রুনা সাহা ও জিয়াউর রহমানের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভে ফেটে পড়ে হলের ছাত্রীরা। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে নানাা স্লোগান দিতে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় টানা তিনদিন বিক্ষোভ করেছেন আবাসিক ছাত্রীরা।

অবশেষে তারা স্বপদে না থাকার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দুই শিক্ষকের পদত্যাগের ব্যাপারে প্রভোস্ট ড. মো. আবুল কাসেম বলেন, ওই দুইজন শিক্ষক তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে অফিসিয়াল সিদ্ধান্ত নেবো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চবি,চট্টগ্রাম বিশ্ববিদ্যাল,বেগম খালেদা জিয়া হল,ছাত্রীদের আন্দোলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist