তহিদুল ইসলাম, জাবি প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০১৮

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে ‘হয়রানীমূলক মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ উঠেছে জাকির হোসেন নামে লক্ষ্মীপুরের এক ব্যাক্তির বিরুদ্ধে। গত ২৫ মার্চ জাকির হোসেন লক্ষ্মীপুরের রায়পুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণের (সাইফুল ইসলাম ও তার পরিবার) সাথে বাদীর (জাকির হোসেন) আগে থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন (গত ২২ মার্চ রাত ৮ টা) বাদী বাজার থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই সকল বিবাদীগণ একযোগে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে। ১ নং বিবাদী হাতে থাকা রড দিয়ে বাদীর মাথা লক্ষ করে আঘাত করলে সেই আঘাত বাদীর কাধে লেগে জখম হয়। ১ নং বিবাদী বাদীকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে এবং অন্য বিবাদীরা তাকে মারপিট করে। পরে বিবাদীগণ বাদীর কাছ কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে চলে যায়।

তবে সাইফুল ইসলাম দাবি করেছেন, তিনি ঘটনার দিন চাকরির পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামে ছিলেন। এ বিষয়ে সমস্ত প্রমাণাদি তার কাছে রক্ষিত আছে। তিনি বলেন, যে তারিখের কথা উল্লেখ করা হয়েছে ওই তারিখে আমি চট্টগ্রামে পুলিশের উপ-পরিদর্শক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি। তিনি অভিযোগ করে বলেন, আমার শিক্ষা জীবনের ক্ষতি করার জন্য আমার বিরুদ্ধে এলাকার কিছু কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে।

সাইফুল ইসলামের পিতা শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের হয়রানি করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

মামলার বিষয়ে মামলার বাদী জাকির হোসেন বলেন, ‘তারা (সাইফুল ইসলাম ও তার পরিবার) মামলা করেছে আমার বিরুদ্ধে, আমার ফ্যামিলির বিরুদ্ধে। আমিও মামলা করেছি। এটার তদন্ত হবে। তদন্ত অফিসারই ঠিক করবে। যদি সে নির্দোষ হয়, নির্দোষ প্রমাণিত হবে। তদন্ত অফিসারই দেখবে সেটা।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি শিক্ষার্থী,হয়রানী মূলক মিথ্যা মামলা,দায়ের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist