শাবিপ্রবি প্রতিনিধি

  ২১ মার্চ, ২০১৮

শাবিপ্রবি ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিস্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে বহিস্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। মঙ্গলবার রাতে দু’পক্ষের সংঘর্ষে একজন সাধারণ শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ২ জনকে স্থায়ীসহ মোট ১২ জনকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিস্কার করা হলো।

স্থায়ী বহিস্কৃতরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও শাবি শাখার সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও কেন্দ্রীয় সদস্য ও শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। অন্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ জুয়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মন, সদস্য মুনকীর কাজী, কাজী তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, কর্মী মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ ও শরিফুল মালেক শরিফ।

কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, ‘ বাংলাদেশ ছাত্রলীগ দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দেয় না, যার জন্য সাংগঠকিভাবে ব্যবস্থা গ্রহণ করা হলো।’

গত মঙ্গলবার রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন সাতকরা রেস্টুরেন্টে সাঈদ-সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী এসম আব্দুল্লাহ রনি গুলিবিদ্ধ হন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বহিস্কার,শাবিপ্রবি ছাত্রলীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist