ঢাবি প্রতিনিধি

  ২০ মার্চ, ২০১৮

তনু হত্যাকাণ্ডের বিচারহীনতার প্রতিবাদ

ছাত্র ইউনিয়নের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারহীনতার প্রতিবাদে সোমবার বিকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে 'নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ' ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এরপর সন্ধ্যায় তারা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেন ৷ সমাবেশে রাঙ্গামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসনা চাকমাকে অপহরণের প্রতিবাদও জানানো হয় ৷

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সালমা আলী ৷ তিনি বলেন," আমাদের দেশে নারীরা বিচার পাই না ৷ তনু হত্যার আজ দুই বছর পেরিয়ে গেলেও, সুষ্ঠু বিচার তার বাবা-মা পাইনি ৷ কেন বিচার পাচ্ছে না? এর কারণ হলো অপরাধীরা অনেক শক্তিশালী ৷"

তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি দানিয়ে বলেন," আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই তনু হত্যার বিচার কেন হচ্ছে না? আগামী এক সপ্তাহের মধ্যে তনু হত্যার বিচার চাই ৷

গণমাধ্যমকে উদ্দেশ্যে সালমা করে বলেন,'গণমাধ্যমগুলোকে এসব ঘটনা বার বার সমাজের মানুষের সামনে তুলে আনতে হবে ৷ না হয় মানুষ এসব ঘটনর কথা ভুলে যাবে ৷"

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান বলেন," সরকার কুমিল্লার বাসের মধ্যে নাশকতার বিচার করতে যতটা আগ্রহী,তনু হত্যা বিচার করতে ততটা আগ্রহী নন ৷ সরকার রাজনৈতিক দলকে প্রতিহত করতে যতটা আগ্রহী,সাগর-রুনী হত্যার বিচার করতে ততটা আগ্রহী না ৷ কারণ এদেশে একটি হত্যার বিচার নির্ভর করে সরকারের ইচ্ছার উপর ৷"

সমাবেশে সংহতি জানান লেখক, গবেষক রেহনুমা আহমেদ ৷এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত,প্রকাশক রবিন আহসান,ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী,গণজাগরণ মঞ্চের সংগঠক খান আসাদুজ্জামান মাসুম,আকরামুল হক সহ প্রমুখ ৷

অন্যদিকে, সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি মশাল মিছিল বের করে ৷ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুাং হয় ৷ পরে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ৷

উল্লেখ্য,২০১৬ সালের ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায়তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত তনু হত্যা মামলার তিনবার তদন্ত কর্মকর্তা বদল হন। ২০১৬ সালের ১৬ মে তনুর পোশাকে প্রাপ্ত বীর্য পরীক্ষা করে তিনজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে বলে সিআইডি জানায়। এরপর তনুর পোশাকে পাওয়া তিনটি ডিএনএ প্রোফাইলের সঙ্গে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির ডিএনএ মেলানো হয়। তবে এতে কোনো ফলাফল আসেনি।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মশাল মিছিল,তনু হত্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist