জবি প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

কোটা সংস্কারের দাবিতে জবিতে বিক্ষোভ

দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিসিএস ও সরকারি চাকরিসহ বিভিন্ন নিয়োগে বিদ্যমান কোটা সংস্কার এবং সব ধরনের কোটা ১০ শতাংশ কমিয়ে আনার দাবিতে এই আন্দোলন চলছে। রোববার সকাল ৯টায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, বিজ্ঞান অনুষদ চত্বর হয়ে লক্ষ্মীবাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।

এরপর সমাবেশে বক্তারা অবিলম্বে কোটা ১০ শতাংশ কমিয়ে আনা, মেধা কোটা ৯০ শতাংশ করা এবং কোটায় বিশেষ পরীক্ষা বাতিলের দাবি জানান। মিছিল ও সমাবেশের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ পি এম সুহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সমন্বয়ক রাইসুল ইসলাম নয়ন, আহ্বায়ক জেসমিন আক্তার, যুগ্ন-আহ্বায়ক তানভীর প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিক্ষোভ,কোটা সংস্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist