রাবি প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

ঢাকায় শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও সাতশ শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়। মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই, কোটা প্রথার সংস্কার চাই’ স্লোগানসহ কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে কোটা প্রথা সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক মাসুদ মুন্নাফ বলেন, যারা কোটা সংস্কারে বিরুদ্ধে আন্দোলন করছে তারা দেশের নব্য রাজাকার। বিদ্যমান কোটারীতি বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে দেশ তার মেধাবীদের হারাচ্ছে। এ সময় দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা সংস্কার,রাবি,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist