জাবি প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৮

জাবির ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের হামলা, ভাংচুর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় হামলা চালিয়ে ভাংচুর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগ নেতাকর্মী এ ভাঙচুর চালায়। এতে ক্যাফেটেরিয়ার কয়েকটি জানালা-দরজা ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা সবাই শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী।

জানা যায়, গতকাল সন্ধ্যায় অমর একুশে-সংলগ্ন ক্যাফেটেরিয়ার রাস্তায় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মাজেদুল ইসলাম রবিনের বাইকে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক নিগার সুলতানার প্রাইভেট কার লেগে গেলে ড্রাইভারকে রবিন গালি-গালাজ করেন। পরে তার সাথে ওই শিক্ষিকারও বাকবিতণ্ডা হয়। ঘটনা জানতে পেরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসলে রবিন চলে যান। কিছুক্ষণ পরে রবিন ও ছাত্রলীগকর্মী আশরাফুল ইসলাম দীপের নেতৃত্বে শহীদ রফিক-জব্বার হলের দশ থেকে এগারো জন ছাত্রলীগকর্মী রড ও লাঠি দিয়ে ক্যাফেটেরিয়ার ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে এক শিক্ষার্থী আহত হয়।

এদিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ভাঙচুরকারীদের দুটি মোটরবাইক আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে দিয়েছে। অভিযুক্ত মাজেদুল ইসলাম রবিন বলেন, মার্কেটিং বিভাগের ছাত্ররা আমাদের উপর চড়াও হলে জুনিয়ররা ক্যাফেটেরিয়া ভাঙচুর করে। শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ঘটনা শুনেছি। এতে যদি ছাত্রলীগের কেউ জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ঘটনা শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি,জাবি ক্যাফেটেরিয়া,ভাঙচুর,ছাত্রলীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist