রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৮

আগুনমুখায় স্পিডবোট চলাচল বন্ধের দাবি

দুর্যোগ মৌসুমে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে ভাড়ায় চালিত স্পিডবোট চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় স্থানীয় লোকজনের উদ্যোগে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাটে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে ব্যবসায়ী, জেলেসহ বিভিন্ন পেশার দেড় শতাধিক লোক অংশ নেয়।

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছোটবাইশদিয়া ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান মিন্টু হাওলাদার, ব্যবসায়ী শইবুর রহমান, নাসির উদ্দিন মৃধা, রফিক হাওলাদার, রাতুল হাওলাদার, মফিদুল হাওলাদার ও মোশারফ মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগ মৌসুমে আগুনমুখা নদী উত্তাল হয়ে ওঠে, এটি সাতটি নদীর মোহনা। এই নদীতে ভাড়ায় চালিত স্পিডবোট চলাচল করলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। একারণে এই নদীতে যাত্রী নিয়ে স্পিডবোট চলাচল বন্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, উপজেলার আগুনমুখা নদীতে যাত্রী পারাপারের জন্য বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী (দুই মাসের জন্য) অনুমতি নিয়ে ব্যক্তি মালিকানাধীন স্পিডবোট চালু করা হয়েছিল।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্পিডবোট চলাচল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist