রাবি প্রতিনিধি

  ১১ মার্চ, ২০১৮

রাবিতে নাট্যকর্মীর ওপর হামলাকারীদের বহিস্কার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুশীলন নাট্যদলের কর্মী মইনুল ইসলামের ওপর হামলাকারীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট । গতকাল রোবাবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহ অজম শান্তনু, বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল জাবীর, দর্শন বিভাগের অধ্যাপক আবু বকর, সাংস্কৃতিক কর্মী কামারুল্লাহ সরকার কামাল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যারা সাংস্কৃতিক কর্মীর উপর হামলা করে তারা দেশ ও জাতির শত্রু। তারা কখনও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনা। হামলাকারীরা সন্ত্রাসী, বিশ্ববিদ্যালয়ে মুক্ত সাংস্কৃতিক চর্চার বিরুদ্ধে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বহিস্কার দাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist