জাবি প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

জাবিতে ৪০ ব্যাচের রাজা-রানী নির্বাচন ২৩ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৩ ফেব্রুয়ারি ৪০ তম ব্যাচের র‌্যাগ রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাচটির শিক্ষা সমাপনী উৎসব ‘র‌্যাগ-৪০’ আয়োজনের লক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন।

তিনি জানান, র‌্যাগ রাজা-রানী নির্বাচনের লক্ষে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ১ জন রাজা ও ১ জন রানী নির্বাচনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু ভবনে ভোটগ্রহণ হবে। মনোনয়ন বিতরণ করা হবে ৩ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহারের করা যাবে ৭ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার সময়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ ব্যাচের যেকোন শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবে। তবে ২২ ফেব্রুয়ারি রাত ১০টার পরে নির্বাচনী প্রচারণা চালনো যাবে না।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist