reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০১৮

চার দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণসহ ৪ দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীদের একাংশ। ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলন করছে এই শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে ধাক্কা দিতে থাকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এক পর্যায়ে বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ে প্রধান ফটকের দুটি তালা ভেঙে কার্যালয় প্রাঙ্গণে ঢুকে যায় বিক্ষোভকারীরা। একইসঙ্গে উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কার্যালয়েই অবস্থান করছেন।

এর আগে রাজধানীর সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলন করে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।

নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের দাবিতে গত ১৭ জানুয়ারি প্রক্টর কার্যালয়ও ঘেরাও করে তারা। এছাড়া ছাত্র প্রতিনিধিদের নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘হামলার’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,ঢাবি শিক্ষার্থী,বিক্ষোভ,ঢাবি উপাচার্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist