জাবি প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৮

জাবিতে তিন দিনব্যাপী হিম উৎসব শুরু কাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকে বরণ করে নিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘হিম উৎসব ২০১৮’। উৎসবটি চলবে আগামী শনিবার পর্যন্ত। ‘হিমদেশে উষ্ণ হোক প্রাণ’ এই স্লোগানে হিম উৎসবের আয়োজন করেছে ‘পরম্পরায় আমরা’। এ নিয়ে টানা তৃতীয়বারের মত ক্যাম্পাসে এই ব্যতিক্রমধর্মী উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিন দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আর্ট ক্যাম্প, পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী, শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান, পটের গান, গম্ভীরা, ঘাটুগান এবং কনসার্ট। কনসার্টটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাখী আখন্দকে।

উল্লেখ্য, ‘পরম্পরায় আমরা’ ২০১৫ সালে জাবি ক্যাম্পাসে প্রথমবারের মত হিম উৎসবের আয়োজন করে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিম উৎসব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist