জাবি প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৮

জাবিতে ভর্তি না হয়েও ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ!

ভর্তি না হয়েও নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী পরিচয়ে এক বছর যাবৎ ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছেন এক ছাত্রী। অভিযুক্তের নাম মোফসেনা ত্বাকিয়া। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয় আল-আমিন হোসেন শাহেদ নামে ভূগোল ও পরিবেশ বিভাগ ৪২ ব্যাচের এক শিক্ষার্থীকে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত মোফসেনা ত্বাকিয়ার গ্রামের বাড়ি শেরপুরের নলিতা বাড়ি। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী পরিচয়ে উক্ত বিভাগে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। পরে তদন্তে বেরিয়ে আসে ওই শিক্ষার্থী জাবিতে ভর্তি হননি।

ত্বাকিয়া দাবি করেন, তিনি ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তবে মেধা তালিকায় স্থান না পেলেও অপেক্ষামান তালিকায় ছিলেন। ওই শিক্ষার্থীদের নানা মুক্তিযোদ্ধা হওয়ায় আল-আমিন হোসেন শাহেদ ৪ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখায়। পরে তিনি ২০ হাজার টাকা দেন।

পরে শাহেদ একটি ফর্ম দেয়। সেটি তিনি পূরণ করেন। এরপর থেকে তিনি নিজেকে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী হিসেবে জেনে আসছিলেন। এ ছাড়া তিনি নিয়মিত বিভাগের ক্লাস-পরীক্ষায়ও অংশগ্রহণ করেন। তবে তিনি জানতে পারেননি যে তিনি এই বিশ্ববিদ্যালয়ের কেউ নন। এদিকে আল-আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন দোষ করিনি। ওই মেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘মেয়েটি আমাদের বিভাগে ক্লাস করেছে। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি সে আমাদের বিভাগের ছাত্রী না। তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তার কোন কাগজপত্র প্রশাসনের কাছে নেই।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ থেকে ডীন অফিস হয়ে আমাদের কাছে অভিযোগটি এসেছে। আমরা অভিযুক্ত ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছি। এখন প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেব। তারা যা সিদ্ধান্ত নেন

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,ভর্তি,জালিয়াতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist