জাবি প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৮

জবিতে সাংবাদিকের উপর হামলায় জাবিসাসের নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিক এহসানুল মাহবুব জুবায়েরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। শনিবার রাতে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ প্রকাশের জেরে গত বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এহসানুল মাহবুব জোবায়েরের উপর ছাত্রলীগ কর্মী তানভীর চৌধুরী শাকিল নৃশংস হামলা চালায়। ইন্ধন ছাড়া কোন ছাত্রলীগ কর্মীর পক্ষে একজন সাংবাদিকের উপর এ ভাবে হামলা চালানো সম্ভব নয়। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অপরাধীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও প্রচলিত আইনে মামলার দাবি জানাচ্ছে জাবিসাসের নেতৃবৃন্দ। একই সঙ্গে সাংবাদিক জোবায়েরের দ্রুত সুস্থতা কামনা এবং দাবি আদায়ের যে কোন আন্দোলন কর্মসূচিতে সংশ্লিষ্ট সাংবাদিকদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একাত্মতা ঘোষণা করছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবিসাস,সাংবাদিকের উপর হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist