শাবিপ্রবি প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৮

শাবিপ্রবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন 'সাস্ট ক্যারিয়ার ক্লাব'র স্কুল অফ নলেজ ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত ক্যারিয়ার টক-১১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আই আই সি টি ভবনের গ্যালারিতে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে 'অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা, গবেষণা এবং শিক্ষকতা' এ বিষয়ে আলোচনা করেন শাবিপ্রবির রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. জহিরুল আলম সিদ্দিকী।

তিনি খুব সাম্প্রতিক সময়ে স্বল্পতম খরচে ক্যান্সার নির্ণয়ের যন্ত্র আবিষ্কার করে আলোচিত হন। সেশনে উচ্চশিক্ষা নিয়ে কথা বলার পাশাপাশি পৃথিবীতে ক্যান্সার জনিত সমস্যা, রোগ নির্ণয়ের অবস্থা এবং উনার গবেষনার আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন। এই ক্যারিয়ার টকে শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist