reporterঅনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি, ২০১৮

কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী

সদ্য শপথ নেয়া রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি নিজেই এই কথা জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তার দেওয়া এই দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা চালিয়ে যাবো। এর আগে আজ সন্ধ্যায় বঙ্গভবনে ৩ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাদের কে কোন দফতর পাচ্ছেন জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আগামীকাল বুধবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হবে। এদিকে সচিবালয় সূত্র জানায়, শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিসভার নতুন সদস্য লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিমন্ত্রী,শিক্ষা,কেরামত আলী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist