জবি প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০১৮

জবি ১ম সেমিস্টারের ক্লাস শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আজ থেকে থেকে শুরু হয়েছে।এবার পাঁচটি ইউনিটের অধীনে ছয়টি অনুষদের ২ হাজার ৭৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। এ বছরই প্রথম বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে একযোগে ক্লাস শুরু হয়েছে।কিছু শূন্য আসন ব্যাতীত ভর্তি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস করতে আসা শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বাসিত।প্রথম দিনে সব বিভাগে পুরোপুরি ক্লাস না হলেও অনেক বিভাগই স্বল্প পরিসরে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন ।কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী শাহেদ তুষার উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিদিনের সংবাদকে বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া ,আমার স্বপ্ন আজ স্বার্থক হয়েছে ,আমি গর্বিত ,আমি জবির একজন ছাত্র হিসেবে আজ থেকে পরিচয় দিতে পারব।আমাদের আজ প্রথম ক্লাস ছিলো,শিক্ষকরা পরিচয় পর্ব শেষ করেছেন,খুব তারাতারি পুরোদমে ক্লাস শুরু হবে।’ভূগোল ও পরিবেশ বিভাগের এক নবীণ শিক্ষার্থী শিক্ষার্থী প্রতিদিনের সংবাদকে উচ্ছ্বাস প্রকাশ করে জানান,‘আমাদের আজ স্বল্প পরিসরে ওরিয়েন্টশন হয়েছে ,পরে বড় করে হবে বলে জানিয়েছেন শিক্ষকরা ।আমরা খুবি খুশি,আজ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

এদিকে, গত ১৭ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি রয়েছিল। ছুটি শেষে ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ৩১ ডিসেম্বর, রোববার থেকে যথারীতি শুরু হলেও মূলত আজি নিয়মিত ব্যাচ গুলোর ক্লাস পরীক্ষা শুরু হয়েছে।নতুন বছর কেউ আনন্দের সাথে নেচে গেয়ে হই হুল্লোল করে বরন করে নেয় শিক্ষার্থীরা ।ক্যাম্পাসে ছিলো পুরো দমে সাজ সাজ রব।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১ম সেমিস্টারের ক্লাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist