reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৭

মহানায়কের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

দেশীয় ছবির মহানায়ক খ্যাত বুলবুল আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান। এ দিনটি বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে তার পরিবার।

এ ব্যাপারে বুলবুল আহমেদের ছোট মেয়ে ঐন্দ্রিলা জানান, পারিবারিকভাবে দিনটি শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে পার করা হবে। আর থাকবে মিলাদ মাহফিল এবং দুস্থ, গরিব ও দুঃখীদের সহায়তা করা। আর তা করা হবে ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’র পক্ষ থেকে।

ঐন্দ্রিলা আরো বলেন, বাবা জীবদ্দশায় গরিব, দুঃখী, অসহায় ও এতিমদের নীরবে-নিভৃতে সহযোগিতা করতেন। আমি, আমরা সবাই তাকে অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছি। আমার আব্বুকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এই দোয়া চাই সবার কাছে।

এদিকে ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’থেকে আগামীতে আরো নানান পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ঐন্দ্রিলা।

বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্য কন্যা (১৯৭৫), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালী সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২) ও মহানায়ক (১৯৮৫) ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ। অন্যদিকে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ছবির প্রধান ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহানায়ক,মৃত্যুবার্ষিকী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist