reporterঅনলাইন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সন্তুষ্ট রিফাতের বাবা, ক্ষুদ্ধ মিন্নির বাবা

রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ও মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামি করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট দাখিলের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

এদিকে মিন্নিকে ৭ নম্বর আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

অভিযোগপত্রে মিন্নির নাম রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আইনি লড়াইয়ের মাধ্যমে যেভাবে মহামান্য হাইকোর্ট থেকে মিন্নির জামিন পেয়েছি, ইনশাআল্লাহ সেভাবেই আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মেয়ে মুক্তি পাবে।’

মিন্নিকে নির্দোষ দাবি করে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, ‘সারাদেশ এবং বিশ্ব দেখেছে, আমার মেয়ে মিন্নি তার স্বামী রিফাত শরীফকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছে। তারপরও যাদের চক্রান্ত ও প্ররোচনায় এবং যারা অর্থের লোভে প্রভাবিত হয়ে আমার মেয়েকে এভাবে বিনাদোষে মামলায় জড়াচ্ছে, তাদের বিচার আল্লাহ করবেন।’

অপরদিকে রিফাতের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, পুলিশ সঠিক তদন্তের মাধ্যমেই আদালতে চার্জশিট দাখিল করেছে। আশা করি, আদালতের মাধ্যমে আমি আমার ছেলে হত্যার ন্যায় বিচার পাবো। আমি আমার ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। সেই সঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন এজাহার দাখিল করেছিলাম, তার মধ্য থেকে চার আসামিকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আশা করছি চার্জশিট দাখিলের পর ওই চার আসামিসহ সব আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিফাত হত্যাকাণ্ড,রিফাতের বাবা,মিন্নির বাবা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close