সম্পাদকীয়

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

বিস্ময়ের বিস্ময়

কত না বিস্ময়ের মধ্যে আমাদের বসবাস! কখনো বিস্ময়কে মাথার বালিশ করছি। কখনো পাশ বালিশ। বলতে গেলে বালিশের সঙ্গেই যেন সহবাস। বিস্ময়ের এত কাছাকাছি থেকেও যেন কখনো বিস্মিত হইনি কেউ। তবে এবারের একটি ঘটনায় বিস্মিত না হয়ে উপায় ছিল না। পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিটি আশ্চর্যই যেন মাথা নত করে বলেছে, ‘তোমার আশ্চর্য করার মতো ক্ষমতার কাছে আমরা আমাদের পরাজয় স্বীকার করে নিয়েছি। আমাদের গোত্রে তুমিই প্রথম, একক এবং অদ্বিতীয়।’

এক দঙ্গল মশা একটি বিমানকে দুই ঘণ্টা অবরোধ করে রাখে গত ২৪ ফেব্রুয়ারি। মশার এই অবরোধের কারণে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান হযরত শাহজালাল বিমানবন্দর নির্দিষ্ট সময়ে ত্যাগ করতে পারেনি। ছাড়পত্র পেতে সময় লেগেছে পুরো দুই ঘণ্টা। কোনো আপসের মধ্যে দফারফা হয়নি। অবরোধ ওঠাতে ব্যবহার করতে হয়েছে বিষাক্ত কেমিক্যাল। হত্যা করতে হয়েছে এক দঙ্গল মশাকে। শক্তিমত্তার দিক থেকে মশককুল মানবের দানবীয় শক্তির চেয়ে অনেক দুর্বল হওয়ায় তেমন একটা প্রতিরোধও গড়ে তুলতে পারেনি এবং এটাকেই স্বাভাবিক বলে মেনে নিয়েছেন সবাই। বলেছেন, এখানে আশ্চর্য হওয়ারও কিছু নেই। আমরাও একমত।

প্রশ্ন উঠেছে অন্যত্র। সবাই বলছেন, শাহজালাল বিমানবন্দরের এ দুরবস্থা হলে দেশের অবস্থাটা কী? নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টিত একটি প্রতিষ্ঠান যদি সামান্য মশার হাত থেকে তার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে জীবনানন্দ দাশের চিৎ হয়ে পড়ে থাকা লাশকাটা ঘরের নিরাপত্তা নিশ্চিত করবে কে! এখানে তো নিশ্ছিদ্র নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। মশারির জালের মতো চারপাশে অসংখ্য ছিদ্র। এখানেই মানুষের জিজ্ঞাসা।

তারা মনে করেন, দায়িত্বপ্রাপ্তরা যখন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করবে—তখন সপ্তম আশ্চর্যের চেয়েও কঠিন আশ্চর্যের মুখোমুখি হতে হবে বাংলাদেশের মানুষকে এবং হচ্ছেটাও তাই। এমন কোনো প্রতিষ্ঠান নেই, যে প্রতিষ্ঠানটি দায়িত্বজ্ঞানহীনতার বাইরে থেকে কাজ করার গৌরবে গৌরবান্বিত হওয়ার নিদর্শন দেখাতে পেরেছে। আমরা মনে করি এর একটা বিহিত হওয়া দরকার এবং তা জরুরি ভিত্তিতেই।

মুক্তিযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় স্বজনরা তাদের জীবন উৎসর্গ করে আমাদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছিলেন এমন একটি দেশ দেখার জন্য নয়। তাদের স্বপ্ন ছিল, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই পরিচালিত হবে দায়িত্ববান ব্যক্তিবর্গের সমন্বয়ে। যেকোনো কারণেই হোক তা হচ্ছে না। কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। এ ফাঁক বন্ধ করতে হবে। কাউকে না কাউকে ফাঁক বন্ধ করার এ দায়িত্ব নিতে হবে। কথা দিলাম এ কাজে আমরাও সঙ্গে থাকব।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মশা,বিমান,শাহজালাল বিমানবন্দর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist