reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৭

সোনার বারসহ পাচারকারী আটক

রাজশাহীতে ১৫টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ইউনিট। তার নাম লিটন আলী শেখ। সিরাজগঞ্জের জানপুর গ্রামের বাসিন্দা লিটনকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে সোনার বারসহ লিটনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জ এলাকায় বাসে তল্লাশি চালাচ্ছিল তাদের একটি ইউনিট। এ সময় লিটনের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রতিটি সোনার বারের ওজন ১০ ভরি। ১৫টি বারে সোনার ওজন দাঁড়ায় ১৫০ ভরি। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা। ভারতের পাচারের জন্য সোনার বারগুলো ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছেন। লুৎফর রহমান জানান, আটক লিটন একজন সোনা পাচারকারী। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়েই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,রাজশাহী,মাদকদ্রব্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist