reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

দুদক চেয়ারম্যান আটকালেন প্রতিমন্ত্রী-সচিবের গাড়িও

এবার নিজে রাস্তায় দাঁড়িয়ে থেকে উল্টো পথে যাওয়া গাড়ি আটকালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ রোববার রাজধানীর শাহবাগের কাছে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি আটকাতে এই অভিযান চালানো হয়। জানা যায়, আজ বিকেল ৪ টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে হঠাৎ করেই দাঁড়ালেন দুদক চেয়ারম্যান। তার উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করল। ২ ঘণ্টা ধরে চলা এই অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে। পুলিশের ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়ির জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিমন্ত্রী-সচিবের গাড়ি,দুদক চেয়ারম্যান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist